প্রতীক্ষার অবসান। দেশে প্রথমবার মেয়েদের প্রিমিয়ার লিগ (WPL 2023) টুর্নামেন্ট। সোমবার WPL-এর নিলামে সেরা ভারতীয় ক্রিকেটাররাই। কোটি কোটি টাকায় তাঁদের কিনে নিল ফ্র্যাঞ্চাইজিগুলি।
রেকর্ড দর পেয়ে বেঙ্গালুরুতে যোগ দিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur0 কিনে নিল মুম্বই। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা ও মেয়েদের অধিনায়ক কৌর দুজনেই এখন মুম্বইয়ের হয়ে খেলবেন। নিলামে স্মৃতির পরই রেকর্ড দর পেয়েছেন জেমাইমা রড্রিগেজ়, দীপ্তি শর্মা।
অনূর্ধ্ব ১৯ T20 বিশ্বকাপে বাংলার মেয়ে তিতাস সাধু দারুণ পারফরম্যান্স করেছিলেন। এবার দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন তিতাস। এদিকে শিলিগুড়ির রিচা ১ কোটি ৯০ লক্ষ টাকায় যোগ দিয়েছেন বেঙ্গালুরুতে।
আরও পড়ুন: বাংলার রিচাকে কিনল বেঙ্গালুরু, নিলামের টাকা নিয়ে কী করবেন, জানালেন বঙ্গকন্যা
পাকিস্তান ম্যাচে একার কাঁধে ম্যাচ জিতিয়েছন। জেমাইমার দর উঠেছে ২ কোটি ২০ লক্ষ টাকা। শেফালি ভার্মা পেয়েছেন ২ কোটি টাকা। দুজনেই দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন। দিল্লিতে যোগ দিয়েছেন শিখা পান্ডেও। পূজা বস্ত্রকারকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছে মুম্বই। পুনম যাদবকে কিনেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।