থ্রিলার দিয়েই বছর শুরু। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থাকল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়ার ভারতের জয়ের নায়ক শিবম মাভি। অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে এশিয়া সেরাদের একাই হারিয়ে দিলেন প্রাক্তন নাইট। ম্যাচে ২২ রানে ৪ উইকেট মাভির। ভারতের ১৬২ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শেষওভারে অলআউট হয়ে গেল ১৬০ রানে।
টস হেরে এদিন প্রথম ব্যাট করে ভারত। ওয়াংখেড়েতে টি-টোয়েন্টি ফরম্যাটে এদিন অভিষেক হয় দুই ভারতীয় ক্রিকেটার শুভমান গিল এবং শিবম মাভির। একসময় তাঁরা দু জনেই ছিলেন কেকেআরের সদস্য। তবে শুভমানে অভিষেক সুখকর নয়। মাত্র ৭ রানে আউট হন তিনি। ৫ উইকেটে ৯৪ রান। অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে হারানোর পর এখান থেকে ম্যাচ ধরেন দীপক হুডা এবং অক্ষর প্যাটেল। ২৩ বলে অপরাজিত ৪১ রান হুডার। অক্ষরের অবদান ২০ বলে অপরাজিত ২১। সবমিলিয়ে ২০ ওভারে শ্রীলঙ্কার সামনে ১৬৩ রানের টার্গেট দেয় ভারত।
এই রান তাড়া করতে নেমে একসময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৫ উইকেটে ৬৮ রান। এরমধ্যে ডেঞ্জারম্যান ধনঞ্জয় ডি সিলভাকে প্যাভিলিয়নে ফেরান মাভি। দ্বিতীয় স্পেলে বল করতে এসে আরও ভয়ঙ্কর হন ভারতের এই তরুণ পেসার। তাঁকে সার্পোট দেন হর্ষল প্যাটেল এবং উমরান মালিক। তাঁরা দু জনেই দুটি করে উইকেট নেন। লঙ্কার শেষ দুই ব্যাটার রান আউট হন। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে পুণায়।