অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নয় উইকেটে জিতল ভারত। স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মার দুর্দান্ত শতরান টি-টোয়েন্টিতে এগিয়ে দিল ভারতকে। শুক্রবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় মহিলা দল।
প্রথমদিকে অস্ট্রেলিয়া চালিয়ে খেললেও বেশিক্ষণ ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলার তিতাস সাধু। তিনি একাই চারটি উইকেট তুলে নেন। মাত্র ১৪০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া।
এরপরই ব্যাট করতে নামে ভারতীয় মহিলা দল। রান তাড়া করতে খুব বেশি বেগ পেতে হয়নি হরমনপ্রীতদের। প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতীয় মহিলারা।
আরও পড়ুন - রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি মিস, আক্ষেপ যাচ্ছে না বাংলার সৌরভ পালের
স্মৃতি এবং শেফালির যুগলবন্দিই ম্যাচ জিতিয়ে দেবে মনে হলেও শেষ পাঁচ রান বাকি থাকতে আউট হয়ে যান স্মৃতি। এরপর মাঠে নামেন জেমাইমা রদ্রিগেস। তাঁর ব্যাট থেকে আসা ৬ রানে ম্যাচ জিতে যায় ভারত।