CWG 2022: কমনওয়েলথের ক্রিকেটে ফাইনালে হার হরমনপ্রীতদের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে রুপোতেই সন্তুষ্টি

Updated : Aug 10, 2022 06:30
|
Editorji News Desk

শেষরক্ষা হল না। অস্ট্রেলিয়ার (Asutralia) বিরুদ্ধে হেরে রুপো জয় টিম ইন্ডিয়ার। কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ফাইনালে ৯ রান হার টিম ইন্ডিয়ার। ৬৫ রানের দুর্ধর্ষ ইনিংস আসে হরমনপ্রীত কাউরের (Harmanpreet Kaur) ব্যাট থেকে। ৩৩ রান করেন জেমাইমা রদ্রিগেজ়। কিন্তু তাও ম্যাচ শেষ করে আসতে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার ১৬১ রানের জবাবে ১৫২ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। প্রথম কমনওয়েলথ গেমস খেলতে নেমে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল স্মৃতি মান্ধানাদের। 

এই প্রথম কমনওয়েলথ গেমসে ক্রিকেট শুরু হয়। এখনও পর্যন্ত মেয়েদের ক্রিকেটে সবথেকে সফল অস্ট্রেলিয়া।  ৫০ ওভার, ২০ ওভারের পর কমনওয়েলথ গেমসেও সোনা জিতল অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। প্রথমে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরি করেন অ্যাশলে গার্ডনার। ভারতের বোলিং খুব আহামরি না হলেও, বড় রান তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ২ উইকেট পান রেনুকা সিং ও স্নেহ রানা। 

আরও পড়ুন:  কমনওয়েলথে কুস্তির পর বক্সিং, সোনার হ্যাটট্রিক ভারতের, চ্যাম্পিয়ন নিখাত, ট্রিপল জাম্পেও ইতিহাস

তবে ১৬১ রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা ফাইনালে ভালো হয়নি। ৬ রানে ফেরেন স্মৃতি মান্ধানা। ১১ রানে আউট হন শেফালি বর্মা। ক্রিজে ছিলেন হরমনপ্রীত ও জেমাইমা। কিন্তু ৩৩ রান করে ফেরেন জেমাইমা। তাঁর আউট হওয়ার পরই ম্যাচের মোড় ঘুরে যায়। আর দাঁড়াতে পারেননি ভারতের কোনও ব্যাটারই।   

CWG 2022Commonwealth Games 2022Australia beat IndiaIndia vs Australia

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও