প্রথম ওয়ানডে ম্যাচে (First ODI Match) সহজ জয় টিম ইন্ডিয়ার। ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারাল রোহিত ব্রিগেড। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট থেকে আসেন ৬০ রানের ইনিংস।
শনিবার আহেমেদাবাদে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় ভারত। কিন্তু ভারতীয় বোলারদের সামনে এদিন দাঁড়াতে পারেননি কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যান। চার উইকেট তুলে নেন যুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। স্পিনার হিসেবে দ্বিতীয় দ্রুততম ১০০ উইকেট তুলে নিলেন চাহাল। তিন উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। প্রাসিদ কৃষ্ণা দুটি ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট পেয়েছেন। ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে সহজেই জয় পায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: কালো ব্যান্ড পরে মাঠে নামল টিম ইন্ডিয়া, লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা বিসিসিআইয়ের
এদিন কম রানের টার্গেট মাথায় নিয়ে ওপেন করতে নামেন অধিনায়ক রোহিত ও ইশান কিষাণ। ৬০ রান করে আউট হন রোহিত। ইশান কিষাণ করেন ২৮ রান। বিরাট কোহলি ৮ রান করে ফেরেন। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এল ৩৪ রান। দীপক হুডা করেন ২৬ রান। ১৩২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।