১০০ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। শেষ T20 ম্যাচে ৮৮ রানে জয়। সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া। বড় রানের ইনিংসের পর তিন স্পিনারের দাপটে উড়ে গেল ক্যারিবিয়ানদের ব্যাটিং। ১৬ রানে ৪ উইকেট তুলে নেন রবি বিষ্ণোই। ১২ রানে ৩ উইকেট নিলেন কুলদীপ যাদব। ১৫ রানে ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল।
শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমারের মতো তিন তারকা। দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। সুযোগ পান ইশান কিষাণ ও শ্রেয়স আইয়ারও। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ৪০ বলে ৬৪ রান করেন শ্রেয়স। ৩৮ রান করেন দীপক হুডা। ১৬ বলে ২৮ রান করেন অধিনায়ক হার্দিক। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে ভারত।
রান তাড়া করতে নেমে ভারতীয় স্পিনারদের দাপটে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ম্যাচের সেরা হন অক্ষর প্যাটেল। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আর্শদীপ সিং।