১৭৫ রানে এগিয়ে ভারত। আজ এখান থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন শুরু করবে ভারত। হায়দরাবাদে ইংল্যান্ডের সামনে কত রানের টার্গেট দেবে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়ালের দাবি, কমপক্ষে ২৫০ রানের লক্ষ্য মাত্রা থাকবে তাঁদের। তবে তাঁর আক্ষেপ, অল্পের জন্য শতরান হাতছাড়া হয়ে গেল।
ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাটেই তৈরি হয়েছে এক নতুন শব্দ। আর তা হল জ্যাজবল। সেই যশস্বী জানালেন, কোচ রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় তাঁর থেকে যা চেয়েছিলেন, ঠিক সেই ভাবেই ব্যাট করছেন তিনি। তবে খুশি হতেন যদি হায়দরাবাদে তাঁর দ্বিতীয় টেস্ট শতরান আসত।
দ্বিতীয় দিনের শেষেই কিন্তু প্রশ্ন উঠেছে ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের অধিনায়কত্ব নিয়ে। ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের দাবি, তাঁর দেখা ভীষণই দুর্বল ইংল্যান্ড দল। ভারতের বিরুদ্ধে ইংরেজরা যে কোনও হোমওয়ার্ক করেননি, তা দ্বিতীয় দিনেই স্পষ্ট। বিশেষ করে এই স্পিনার নিয়ে ভারতকে হারানো কঠিন বলেই মনে করেন কুম্বলে।
দিনের শেষে ৮১ রানে ব্যাট করছেন জাডেজা। ৩৫ রানে ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল। তৃতীয় দিনে এই সিরিজের প্রথম শতরান হবে কীনা, সেই দিকেই তাকিয়ে এখন হায়দরাবাদ।