ঘরের মাঠে বিশ্বকাপে কোনও সুবিধা পাবে না ভারত। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এমনটাই দাবি করলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। বেঙ্গালুরুতে তিনি জানিয়েছেন, ১০ বছর আগের সঙ্গে এখনকার পরিস্থিতিকে মিশিয়ে ফেললে হবে না।
দ্রাবিড়ের দাবি, আইপিএলে সৌজন্যে এখন প্রায় সব বিদেশি ক্রিকেটার ভারতের মাটিতে খেলতে অভ্যস্থ। তাই কোনও বাড়তি সুবিধা নেই ভারতীয়দের জন্য।
আরও পড়ুন : এশিয়া কাপের আগে রাহুলের দলের, পাকিস্তানের বিরুদ্ধে নেই আর এক রাহুল
পরের প্রশ্ন হল চার নম্বরে কে ? এদিন তা নিয়ে খানিকটা খোলসা করেছেন দ্রাবিড়। তিনি জানিয়েছেন, এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য এই জায়গায় শ্রেয়সকে ভেবেছেন তিনি।
কারণ, চোট সারিয়ে দলে ফিরে নেটে ভালই ব্যাট করেছেন এই ব্যাটার। তবে দ্রাবিড় জানিয়েছেন, এই জায়গার জন্য তিনটি নাম প্রথম ঠিক ছিল। কিন্তু রাহুল এবং পন্থের চোট এই জায়গায় জন্য শ্রেয়সকেই এগিয়ে রাখছে।
লোকেশ রাহুলকে নিয়ে তিনি কোনও তাড়াহুড়ো চান না। স্পষ্ট করেছেন কোচ দ্রাবিড়। তাই, এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে দলের সঙ্গে গেলেও খেলতে পারছেন না লোকেশ রাহুল।
তবে সুপার ফোর থেকে তাঁকে খেলানোর চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন ভারতের কোচ।