৩৯ বছরের রেকর্ড ভেঙে ইতিহাসে অধিনায়ক শিখর ধাওয়ান (Sikhar Dhawan)। ওয়েস্ট ইন্ডিজকে তাঁদের ঘরের মাঠে প্রথমবার ওয়ান ডে সিরিজে (ODI Series) হোয়াইটওয়াশ (Whitewashed) করল টিম ইন্ডিয়া (Team India)। এই নজির আর কোনও ভারতীয় অধিনায়কের নেই। বুধবার এই জয়ের রেকর্ড স্পর্শ করল ভারত।
ওয়েস্ট ইন্ডিজে (Tour Of West Indies)গিয়ে ১৯৮৩ সাল থেকে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। কিন্তু ৩টি বা তার বেশি ম্যাচের সিরিজে কখনও ওয়ান ডে ক্রিকেটে হোয়াইটওয়াশ করতে পারেনি ভারত। এই নিয়ে টানা ১৩টি ম্যাচে জয় পেল ভারত। বুধবার ৯৮ রান করে অপরাজিত ছিলেন শুভমান গিল। ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে ভারত। ডাকওয়ার্থ লুইসে ৩৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে তাড়া করতে হত ২৫৭ রান। কিন্তু ১৩৭ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ান টিম। ৪ উইকেট তুলে নেন যুজভেন্দ্র চাহাল।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া, মনে করেন রিকি পন্টিং
এক ক্যালেন্ডার ইয়ারে দুবার হোয়াইটওয়াশ। ক্রিকেট বিশ্বে তৃতীয় টিম হিসেবে এই রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠেও হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া।