দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার লিড এক রানের। দ্বিতীয় দিনের চায়ের পর ভারত অলআউট ২৬২ রানে। এরআগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৬৩ রানে। দ্বিতীয় দিনের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ভারত। কিন্তু বিরাটের কোটলায় ভারতীয় ইনিংস ভদ্রস্থ হয় অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রণ অশ্বিনের ব্যাটে। ৭৪ রান করে আউট হন অক্ষর। নাগপুরের পর এই সিরিজে এটা তাঁর দ্বিতীয় হাফসেঞ্চুরি। অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট ন্যাথন লায়নের।
এর আগে, বিরাট কোহলির আউট (Virat Kohli Out Controversey) নিয়ে বিতর্ক। কোটলার মাঠে প্রথম ইনিংসে আউট হন বিরাট। সঙ্গে সঙ্গে রিভিউ নেন। কিন্তু রিভিউতেও (DRS System) স্পষ্ট হয়নি আউট কিনা। মাঠের আম্পায়ার আউট দেওয়ার সিদ্ধান্তই কার্যকর থাকে। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরাট।
বল যখন কুনেম্যানের প্যাডে লাগে, সেই জায়গায় ব্যাটও ছিল। বল আগে ব্যাটে লাগলে, এলবিডব্লিউ হতেন না বিরাট। তৃতীয় আম্পায়ার নিশ্চিত না হতে পেরেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত কার্যকর রাখা হয়। ড্রেসিংরুমে ফিরেও ক্ষুব্ধ বিরাট।