অস্ট্রেলিয়াকে কার্যত দুরমুষ করেই ঘরের মাঠে একদিনের সিরিজ শুরু করেছে ভারত। মোহালির জয় বিশ্ব ক্রিকেটের এক নম্বরের তাজ উঠছে টিম ইন্ডিয়ার মাথায়। নজির গড়ে তিন ফরম্যাটেই এখন এক নম্বর ভারতীয় ক্রিকেট। এই পরিস্থিতিতে আজ, রবিবার ইন্দোরেই সিরিজ গুটিয়ে দিতে চান অধিনায়ক লোকেশ রাহুল।
বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি হিসাবেই দেখা হচ্ছে। তাতে মোহালির ম্যাচে দারুণভাবে সফল মহম্মদ শামি। তাঁকে আপাতত একদিনের ক্রিকেটের জন্য ভাবা হয় না। কিন্তু গত ম্যাচে তাঁর ৫১ রান দিনে পাঁচ উইকেট, নতুন করে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ফলে ইন্দোরে শামি খেলছেন এটা কার্যত নিশ্চিত।
রানা তাড়া করতে নেমে, ভারতীয় টপ অর্ডার অজি পেস অ্যাটাককে শাসন করেছে। রুতুরাজ থেকে সূর্য কুমার ব্যাটে রান পেয়েছেন। উইকেট কিপিং নিয়ে প্রশ্ন উঠলেও, এশিয়া কাপের পর এই সিরিজেও রানেই আছেন লোকেশ রাহুল। শুভমন গিল মোহালি ম্যাচেও অনবদ্য।
তাই মনে করা হচ্ছে, আজ, রবিবার হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারাতে দল অপরিবর্তিত রাখতে পারে টিম ইন্ডিয়া। প্রথমে রান করবে, নাকি রান তাড়া করবে, তা ঠিক করবে টস।