রবিবার ডারবানে প্রথম T20 ম্যাচ। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এবারও কি জয়ের ধারা বজায় রাখতে পারবে টিম! ডারবানের কিংসমেডে প্রথম T20 ম্যাচ।
এই ম্যাচে কি বৃষ্টি হতে পারে! আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ডারবানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ৫৫ শতাংশ। দিনভর আকাশ মেঘলা থাকবে। ম্যাচের আগে, ও ম্যাচ চলাকালীনও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুই দলই বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখেই মাঠে নামছে।
ডারবানে দক্ষিণ আফ্রিকা টিমে অধিনায়ক আই়ডেন মারক্রম। বিশ্বকাপের পরই অধিনায়ত্ব থেকে সরেছেন টেম্বা বাভুমা। তবে প্রথম একাদশ কী হবে, তা খোলসা করেননি অধিনায়ক সূর্যকুমার যাদব।