সেঞ্চুরিয়নে (Centurion) বৃষ্টিতে স্থগিত ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টেস্টের দ্বিতীয় দিনের খেলা। সারাদিন ধরে হল বৃষ্টি। মাঠে গড়াল না একটিও বল। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর খেলা স্থগিত ঘোষণা করেন আম্পায়াররা।
সেঞ্চুরিয়নে সারাদিন ধরেই ঢাকা থাকল পিচ। যার ফলে তৃতীয় দিন ৯৮ ওভার খেলা হবে। মঙ্গলবার খেলা শেষ হবে ভারতীয় সময় সাড়ে নটার সময়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তৃতীয় দিনও ম্যাচ চলাকালীন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সারাদিনই আকাশ মেঘলা থাকবে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত সেঞ্চুরি কে এল রাহুলের
বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিন তিন উইকেট হারিয়ে ভারতের রান ২৭২। টেস্ট ক্রিকেটে কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি করেন কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও কোনও টেস্ট সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া।