রবিবার নিউ ইয়র্কে নামছে ভারত ও পাকিস্তান। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ এ-র এই ম্যাচের দিকেই নজর ক্রিকেট বিশ্বের। T20 বিশ্বকাপে সাতবার মুখোমুখি ভারত-পাকিস্তান। যার মধ্যে মাত্র একবারই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
T20 বিশ্বকাপের ইতিহাসে ২০০৭ প্রথম T20 বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ওই ম্যাচ ড্র হয়। পাকিস্তানকে হারিয়ে সেবার প্রথম T20 বিশ্বকাপ খেতাব জেতে ধোনির ভারত।
ভারত-পাকিস্তান
T20 বিশ্বকাপ
মোট ম্যাচ-৭
ভারত জয়ী- ৫বার
পাকিস্তান-১
টাই-১
শেষ রেজাল্ট- ভারত ৪ উইকেটে জয়ী
T20 বিশ্বকাপ
সর্বাধিক রান
বিরাট কোহলি-৪৮২ রান
যুবরাজ সিং-১৫৫
গৌতম গম্ভীর-১৩৯
রোহিত শর্মা-১১৪
মহেন্দ্র সিং ধোনি-৯৩
সর্বাধিক উইকেট
ভুবনেশ্বর কুমার ১১
হার্দিক পান্ডিয়া ১১
আর্শ্বদীপ সিং ৬
ইরফান পাঠান ৬
অশোক দিন্দা ৪