ICC Champions Trophy 2025: একবার নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

Updated : Aug 02, 2024 14:59
|
Editorji News Desk

দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়ার পর ভারত-পাকিস্তান ম্যাচের আমেজেই যেন হারিয়ে গিয়েছে। তাকিয়ে থাকতে হয় আইসিসি টুর্নামেন্টের দিকে। শেষবার দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২-১৩ সালে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। এখনও সূচি চূড়ান্ত হয়নি। কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ এ-তে থাকতে পারে ভারত-পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মনে করা হচ্ছে, তিনবার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গ্রুপ পর্বে দুই টিম তো মুখোমুখি হবেই। এরপর সুপার ফোরেও মুখোমুখি হতে পারে। এই দুটি ধাপ পেরোলে, ফের ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা ভারত ও পাকিস্তানের। 

এবার পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বিরাট-রোহিত-হার্দিকরা কি পাকিস্তানে খেলতে যাবেন! সেটাই জানা যায়নি। পাকিস্তান বোর্ডও বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মুখ খুলছে না। নতুন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এই নিয়ে সবাইকে কড়া নির্দেশ দিয়ে রেখেছেন। তবে মনে করা হচ্ছে, এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অনুরোধ করবে বিসিসিআই।

পিটিআই সূত্রে খবর, এই মেগা টুর্নামেন্টের জন্য আইসিসি ৭০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে। ২০১৬ সালে T20 বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতে এসেছিল পাকিস্তান টিম। এর মধ্যে একবারও পাকিস্তান সফরে যায়নি টিম ইন্ডিয়া। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় শাহ-রজার বিনিরা কী সিদ্ধান্ত নেবেন, তার দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।  

India Pakistan

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও