ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। রবিবার প্রথম সেশনেই ফিরলেন যশস্বী। ফিরলেন রোহিত শর্মাও। মোট ২৭ রানে ১৭ রান করেন তিনি।
ভাইজ্যাগে শুক্রবার প্রথম দিনই ১৭৯ রান করে ফেলেন যশস্বী। শনিবার পূর্ণ করেন দ্বিশতক। আর দিনের দ্বিতীয় ভাগ ছিল জসপ্রীত বুমরার। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই আউট হলেন যশস্বী।
তৃতীয় দিনের শুরুতেই দুটি উইকেট পেয়েছেন জেমস আন্ডারসন। যশস্বীর পাশাপাশি রোহিত শর্মাকেও আউট করেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ২ উইকেটে ৭৯।