ফ্লোরিডায় T20 বিশ্বকাপে টসই হল না। বৃষ্টি বন্ধ হলেও ভেজা আউটফিল্ডে খেলাই শুরু করতে পারলেন না ম্যাচ অফিসিয়ালসরা। ভারতীয় সময় রাত ৯টা নাগাদ ভারত ও কানাডা ম্য়াচ বাতিল ঘোষণা করা হয়।
গত কয়েকদিন ধরে ফ্লোরিডায় বৃষ্টি হয়। শনিবারও বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু এদিন সকাল থেকে কোনও বৃষ্টি হয়নি। তবে মাঠের একাধিক অংশ ভেজা ছিল। ভারতীয় সময় রাত ৮টায় মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। আউটফিল্ড ভিজে থাকায় টস পিছিয়ে দেওয়া হয়। দ্বিতীয়বার মাঠ পরিদর্শন করার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।
এই ম্যাচ বাতিল হওয়ায় পয়েন্ট টেবিলে শীর্ষেই থাকল টিম ইন্ডিয়া। ৪ ম্যাচে ৩টি জিতে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল ভারত। আগামী ম্যাচে ২০ জুন ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। বার্বাডোসে হবে ওই ম্যাচ।