India-Bangladesh T20: আগ্রাসী ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ, ভারতীয় দলে একাধিক চমক, মাইলস্টোনের সামনে সূর্য

Updated : Oct 05, 2024 12:44
|
Editorji News Desk

টেস্ট সিরিজে দাদাগিরি দেখিয়েছে ভারত। এবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজ। রবিবার গোয়ালিয়রে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে নামছে ভারত ও বাংলাদেশ। টেস্ট দলের সঙ্গে এই T20 দলের কোনও মিলই নেই। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। নাজমুল হোসেন শান্তরা কি টেস্ট সিরিজ হারের বদলা T20 সিরিজে নিতে পারবেন! 

শুক্রবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমোল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, টেস্ট সিরিজ অতীত। T20 সিরিজে আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন টাইগার্সরা। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, "আমরা এই সিরিজ জিততে চাই। আক্রমণাত্মক ক্রিকেট হবে। গত বিশ্বকাপের কথা যদি মনে করেন, আমাদের সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল। কিন্তু পারিনি। এটা নতুন দল। ভারতে ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব।" গোয়ালিয়রের উইকেট নিয়ে ততটা অভিজ্ঞতা নেই বাংলাদেশের কোনও ক্রিকেটারের। কিন্তু গত দুদিন অনুশীলন করার পর আত্মবিশ্বাসী শান্তরা। অধিনায়ক জানান, "এই পিচের চরিত্র কেমন হবে, জানা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের পিচে মানিয়ে নিতে হবে।" 

এদিকে বাংলাদেশ সিরিজে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। T20 ক্রিকেটে পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক, অস্ট্রেলিয়ার ডেভিড মিলার ও ইংল্যান্ডের ইওন মর্গানের রেকর্ড ভেঙে দিতে পারেন সূর্যকুমার যাদব। ৬৮ ইনিংসে সূ্র্যের রান ২৪৩২। গড় ৪২.৬৬। ২৭ রান করলে T20 ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় ১৫ নম্বরে উঠে আসবেন তিনি। ভারতীয় হিসেবে তৃতীয় সর্বাধিক রান তাঁরই। 

তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে অনেকগুলি চমক আছে। তার মধ্যে অন্যতম অভিষেক শর্মা। রবিবার এই অভিষেক শর্মাকে ওপেন করতে দেখা যাবে। আইপিএলে গত মরশুমে তাঁর খেলা দেখেছে ক্রিকেটবিশ্ব। এছাড়া মায়াঙ্ক যাদব ও হর্ষিত রানকে একসঙ্গে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের। রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসনরা ফর্মে থাকলে, বাংলাদেশের ঘুরে দাঁড়ানো বেশ মুশকিল। 

ভারতের সম্ভাব্য একাদশ

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আর্শদীপ সিং

Bangladesh cricket

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও