সবে মাত্র বাংলাদেশকে দু টেস্টের সিরিজে হারিয়েছে টিম ইন্ডিয়া। এর মধ্যেই শুরু হতে চলেছে দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি। ৬ অক্টোবর অর্থাৎ, রবিবার মধ্যপ্রদেশের নবনির্মিত স্টেডিয়ামে বসছে ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির আসর। অধিনায়ক সূর্যকুমারের নেতৃত্বে দীর্ঘ ১৪ বছর পর মধ্যপ্রদেশে ফের আন্তর্জাতিক ম্যাচের আসর বসতে চলেছে।
রবিবার থেকে, দুই দলের মধ্যে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি ৬ অক্টোবর, দ্বিতীয়টি ৯ অক্টোবর এবং তৃতীয় টি-টোয়েন্টি ১২ অক্টোবর। রবিবার সন্ধেয় অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও নতুন স্টেডিয়াম সেই কারণে পিচ নিয়ে আপাতত কিছুটা হলেও উদ্বেগে রয়েছেন অনুরাগীরা।
অন্যদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, এই অভিযোগে রবিবার অর্থাৎ ম্যাচের দিন গোয়ালিয়র বনধ ডেকেছে একটি দল। যে কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। রবিবার ম্যাচের দিন আড়াই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হবে বলেও জানা গিয়েছে।