বৃষ্টির জেরে ভেস্তে গেল কানপুরের ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির আভাস আগে থেকেই ছিল। সেই মতোই টেস্টের প্রথম দিনেই বৃষ্টির জেরে মাত্র ৩৫ ওভারেই বন্ধ হয়ে গেল খেলা। প্রথম দিনের ইনিংস শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৭।
সকাল থেকেই কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের আকাশে মেঘ ছিল। বৃষ্টির কারণে টসও পিছিয়ে যায়। এরপর টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এই টেস্টেও তিন পেসার নিয়েই মাঠে নামেন হিটম্যান ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টার মধ্যেই পর পর দুই উইকেট নিয়ে নেন আকাশদীপ। এরপর ফের বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির জেরে নির্ধারিত সময়ের আগেই লাঞ্চব্রেক দেওয়া হয়। বৃষ্টি থামলে ফের খেলা শুরু হয়। এরপর অশ্বিনের বলে আউট হয়ে যান টাইগারদের অধিনায়ক শান্ত। বাংলাদেশ তৃতীয় উইকেট হারানোর পর ফের বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পরে আম্পায়ারেদের সিদ্ধান্তে প্রথম দিনের খেলা শেষ করা হয়।