ফারাক কিন্তু এবারও থেকে গেল।
ফারাক এবারও সেই মহেন্দ্র সিং ধোনি সঙ্গে রোহিত শর্মা। ব্যবধান এবার ১২ বছরের। কারণ, বিলেতের মাঠেই শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলেছিলেন ধোনি। তারপর শুধু যাওয়া আর আসা। আট বছর আগে পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরে আইসিসির এই টুর্নামেন্টে রানার্স হয়েছিল ভারত। প্রাপ্তি ছিল শিখর ধাওয়ান।
আট বছর পর ৫০ ওভারের ফরম্যাটে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার আর রানার্স নয়। বরং টিম ইন্ডিয়ার পণ, দুবাই থেকে কাপ নিয়ে ঘরে ফেরা। ঠিক যেমনটা হয়েছিল এই বছরের গোড়ায়। বার্বেডোজ থেকে কাপ হাতে দেশে ফিরেছিলেন রোহিত। এবারও সেই ছবিই দেখতে চায় দেশবাসী।
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধেই এবার অভিযান শুরু শুভমনদের। মাঠে নামার আগে চিন্তা ঋষভের চোট। তবে, গম্ভীর অ্যান্ড কোম্পানির দাবি, ম্যাচের আগেই ফিট হয়ে যাবেন ভারতীয় এই উইকেট কিপার। খুব অসুবিধা হলে ব্যাক-আপে রাহুল আছেন। তাই চিন্তা অনেকটাই কম। কিন্তু চিন্তা হল, টুর্নামেন্ট শুরুর আগেই বাবা মারা যাওয়ার কারণে দেশে ফিরে গিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মরকেল।
এরমধ্যে আবার বাংলাদেশ চেগে রয়েছে এবার তো বুমরা নেই। নাজিমুল হোসেন শান্তদের দাবি, এবার ততটা কঠিন হবে না ভারতের বোলিং অ্যাটাক। আসল লোকটাই তো নেই। প্রাক্তনদের মতে, এই বাংলাদেশের বিরুদ্ধে মহম্মদ সামি অ্যান্ড কোম্পানিই যথেষ্ট। তবে প্রশ্ন হচ্ছে, এই দলে পাঁচ স্পিনারের কি দরকার ছিল ? এতটাই কি বল ঘুরবে, যেখানে ভারত পাঁচ স্পিনারকে কাজে লাগাতে পারবে ?
এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ২০ তারিখের টসের পর। তার আগে একটা ভাল খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট-রোহিতদের সঙ্গে থাকতে পারবেন ঋতিকা-অনুষ্কারা। নিজেদের সিদ্ধান্ত থেকে ভোল বদলেও শর্ত দিয়ে রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড।