চিপকে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজে মুখোমুখি রোহিত শর্মার টিম ইন্ডিয়া আর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। কিন্তু এদিনের ম্যাচের শুরু থেকে একেবারেই ছন্দে নেই টিম ইন্ডিয়া। শুরুতেই ধসে গিয়েছে ভারতের টপ অর্ডার।
এদিনের লাঞ্চ ব্রেকের আগে মাঠে ছিলেন ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল। কোনও উইকেট না হারিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দুই দল। মধ্যাহ্নভোজের আগে ৮৮ রানে ৩ উইকেট হারায় ভারত।
কিন্তু বিরতির পর ফিরে এসেই আউট হয়ে যান পন্থ। দীর্ঘ ৬৩২ দিন পর লাল বলের ক্রিকেটে নেমেও নজর কাড়তে পারলেন না পন্থ। লাঞ্চ ব্রেকের পর মাত্র ৩৯ রান করেই ডাগ আউটে ফিরলেন তিনি। তবে, নজর কাড়লেন যশস্বী জয়সওয়াল। ক্রিজ কামড়ে লড়াকু ইনিংস খেললেন তিনি। অর্ধশত রান আসে তাঁর ব্যাট থেকে।
৫৬ রানে যশস্বী আউট হওয়ার পর মাঠে নামেন লোকেশ রাহুল মেহেদি হাসান মিরাজের বলে মাত্র ১৬ রানে আউট হন রাহুল। শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন জাদেজা এবং অশ্বিন। মোট ৬ উইকেট হারিয়ে ভারতের ঝুলিতে এসেছে ১৭৬ রান। এদিন বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে মাত্র ৩৪ রান তুলতে গিয়ে ডাগআউটে ফেরেন ভারতের প্রধান তিন ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি।
এরপরের ওভারে আউট হন ঋষভ পন্থ। রোহিতের ব্যাট থেকে আসে ৬ রান। শূন্য রানে আউট হয়ে গেলেন শুভমান গিল। আর মাত্র ৬ রানে আউট হন বিরাট। পন্থ আউট হন ৩৯ রানে। আর এই চার উইকেট নিয়েছেন বাংলাদেশের তরুণ জোরে বোলার হাসান মেহমুদ। তাঁর হাতের জাদুতে গুড়িয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ।