বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে ভারত-বাংলাদেশ কানপুরের দ্বিতীয় দিনের টেস্ট। প্রথম দিনেও খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। কবে হবে বাকি খেলা? আকাশের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। সাজঘরে বন্দি রয়েছে গোটা ভারতীয় দল। তাঁদেরও নজর আকাশের দিকেও। কারণ বৃষ্টি থামলে তবেই মাঠে নামতে পারবেন রোহিতরা?
কী বলছে হাওয়া অফিস?
শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন কানপুরের আকাশ। মাঝে মধ্যেই ভারী বৃষ্টি হচ্ছে। মাঠ শুকনো সম্ভবই হচ্ছে না। এই পরিস্থিতিতে হাওয়া অফিস বলছে, রবিবারও চিন্তামুক্ত হতে পারা যাচ্ছে না। কারণ রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৯ শতাংশ। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে, বিকেলের দিক থেকে কিছুটা উন্নতি হতে পারে আবহাওয়া।
প্রথম দিন ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। অপরাজিত রয়েছেন, মোমিনুল হক। তাঁর ব্যাটে এসেছে ৪০ রান। আর তাঁর যুগলবন্দী হিসেবে ছিলেন মুশফিকুর রহিম তাঁর ব্যাটে এসেছে ৬ রান। ফলে ভারত-বাংলাদেশ তৃতীয় দিনেও ম্যাচ না খেলা হলে রোহিত শর্মাদের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জয়ের সম্ভাবনা আরও কিছুটা কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।