চিপকে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ চালকের আসনে টিম ইন্ডিয়া। প্রথম এবং দ্বিতীয় দিনে ভারত প্রস্থম ইনিংস শেষ করে ৩৭৬ রানে। এই রান তাড়া করতে নেমে রীতিমতো বিপর্যয় নেমে আসে বাংলাদেশ ক্রিকেট টিমে।
বাংলাদেশ টেস্টের শুরু থেকেই চেন্নাইয়ের পিচ বুঝিয়ে দিয়েছিল পেসারদের সুবিধা রয়েছে। ফলে, দ্বিতীয় দিনের শুরুতেই রীতিমতো দাপট দেখালেন ভারতীয় পেসাররা। প্রথম ওভারেই উইকেট নেন যশপ্রীত বুমরা।
এরপর নিজের টেস্ট ডেবিউ স্মরণীয় করে পরপর দুই বলে দুটি উইকেট নেন আকাশ দীপ। এরপর সিরাজের বলে আউট হন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর আরও দুই উইকেট নেন বুমরা। দুটো উইকেট নেন রবীন্দ্র জাদেজাও।
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে লড়াই তো দূরের কথা। রীতিমতো ভরাডুবির মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট টিম। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাসেরা ভারতীয় বোলারদের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েন। টি-ব্রেকের পরেই শেষ হয়ে যান টাইগাররা। ১০ উইকেট হারিয়ে বাংলাদেশের ঝুলিতে আসে মাত্র ১৪৯ রান।