অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে ভারত। ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন সূর্যকুমার যাদবরা। রবিবার সিরিজের শেষ T20 ম্যাচ। মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। নিয়মরক্ষার ম্যাচ হলেও জিতেই শেষ করতে চান সূর্যকুমাররা। কিন্তু ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে খারাপ আবহাওয়া।
শনিবার বেঙ্গালুরু এসেছে দুই দলই। শনিবার বেঙ্গালুরুর আকাশ মেঘলা ছিল। কোনও দলই অনুশীলন করেনি। রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। বৃষ্টিতে খেলা না হলেও অসুবিধা নেই টিম ইন্ডিয়াক। কিন্তু খেলা হলে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে ভারত। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যায় খেলার সময়ও আকাশ মেঘলা থাকবে। ২৬ কিলোমিটার গতিবেগ পর্যন্ত হাওয়া বইতে পারে। তবে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা নেই।