Team India: ওপেন করতে নেমেও ব্যর্থ রোহিত, ফিরলেন বিরাটও, চালকের আসনে অস্ট্রেলিয়া

Updated : Dec 27, 2024 15:48
|
Editorji News Desk

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন বেকায়দায় ভারত। মেলবোর্ন টেস্টে হারলে ভারতের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ প্রায় বন্ধ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার ৪৭৪ রান তাড়া করতে নেমে দ্বিতীয় দিন ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তুললেন রোহিত ব্রিগেড। মাত্র ৩৬ রানে ফিরলেন বিরাটও। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্থ। দ্বিতীয় দিন মেলবোর্নে ফের চালকের আসনে অস্ট্রেলিয়া। 

বক্সিং ডে-র প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ১৪০ রান করেন স্টিভ স্মিথ। ওপেনিং জুটি স্যাম কোনস্টাস ও উসমান খোয়াজা ভাল শুরু করেন। ৭২ রান আসে লাবুশেনের ব্যাটে। বুমরা-সিরাজদের বোলিং লাইন আপকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। ৪ উইকেট পান জসপ্রীত বুমরা। ৩ উইকেট পান রবীন্দ্র জাদেজা ও ২টি উইকেট আকাশ দীপের। 

মেলবোর্নে ওপেন করতে আসেন অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরে ৬ নম্বরে নেমেও পিচ বুঝতে পারেননি। ওপেন করতে এসেও ব্যর্থ ভারত অধিনায়ক। মাত্র ৩ রান করে কামিন্সের ডেলিভারিতে ফেরেন। আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ৮২ রান করেন। কিন্তু তিনে নেমে ব্যর্থ কে এল রাহুল। কামিন্সের ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। বক্সিং ডে টেস্টে ওপেন করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে রোহিত। প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী অধিনায়ক রোহিতকে আক্রমণ করেছেন। জাদেজা ও ওয়াশিংটনকে কেন ৪০ ওভারের পর আনলেন! তা নিয়ে প্রশ্ন তোলেন শাস্ত্রী। সিরাজকে প্রথম ওভার দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। দ্বিতীয় দিনের শেষে ৩১০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। 

TEAM INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও