আফ্রিকান সাফারি। দু বছর পর ফের দক্ষিণ আফ্রিকায় ভারত। সেবার নেতা ছিলেন একা রোহিত। এবার তিন ফরম্যাটে তিন অধিনায়ক। এবার এটাই চমক টিম ইন্ডিয়ার।
ভারতীয় সময় রাত সাড়ে নটা থেকে শুরু হচ্ছে এবারের দক্ষিণ আফ্রিকার সিরিজ। ১০ ডিসেম্বর সিংহদেশে প্রথমবার টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব। খেলা হবে ডারবানে। ওই একই সময়ে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ। শুধু বদলে যাবে মাঠের নাম।
৫০ ওভারে ভারতের অভিযান ১৭ ডিসেম্বর জোহান্সেবার্গ থেকে। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। পরের দুটি একদিনের ম্যাচের শুরুর সময় বিকেল সাড়ে চারটে। খেলা হবে সেন্ট জর্জ পার্ক এবং পার্লে।
২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে। ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর দেড়টা। দ্বিতীয় টেস্ট নতুন বছরের তেসরা জানুয়ারি। ম্যাচ হবে কেপটাউনে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিতেছে ভারত। কিন্তু সিরিজ এখনও অধরা।