IND vs SA: বুধবার প্রথম ওয়ানডে খেলতে নামছে টিম ইন্ডিয়া, অনেকগুলো রেকর্ডের সামনে বিরাট কোহলি

Updated : Jan 18, 2022 15:17
|
Editorji News Desk

টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারের পর বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ (Oneday Match) খেলবে টিম ইন্ডিয়া (Team India)। এই ম্যাচে প্রথমবার ওয়ানডে ক্রিকেটে টিমকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। নেতৃত্ব ছাড়ার পর প্রথম মাঠে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অনেকগুলো রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বিরাট। মাত্র ৯ রান করলে পিছনে ফেলে দেবেন সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। ২৭ রান করলে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) রেকর্ড ভাঙবেন বিরাট। তাই তাঁর ব্যাটিংয়ের দিকে নজর থাকবে ক্রিকেট অনুরাগীদের।

বিদেশের মাটিতে বিরাটের ব্যাট থেকে এসেছে ৫০৫৭ রান। ৫০৬৫ রান করে শীর্ষে আছেন সচিন তেন্ডুলকর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এই রেকর্ড ভাঙতে পারেন বিরাট। দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বাধিক রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩১৩ রান। ১৩০৯ রান করেছেন বর্তমান টিমের কোচ রাহুল দ্রাবিড়। ২৭ রান করলে বোর্ড প্রেসিডেন্ট ও হেড কোচের রেকর্ড ভেঙে শীর্ষে উঠে আসবেন বিরাট।

আরও পড়ুন: দুই রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় ভারতের একদিনের সিরিজের প্রস্তুতি

গতবছর জুলাইয়ে শেষবার শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়ানডে ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তারপর থেকে অনেকগুলো পরিবর্তন হয়েছে টিমে। সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক পদ থেকে সরেছেন বিরাট। রবি শাস্ত্রীর বদলে হেড কোচ হয়ে টিমে এসে এসেছেন রাহুল দ্রাবিড়। এটাই প্রথম ওয়ানডে ম্যাচ দ্রাবিড়ের। তবে সবকিছু ছাপিয়েও এই ওয়ানডে সিরিজে নজরে থাকবেন বিরাটই। নেতৃত্ব ছাড়ার পর কেএল রাহুলের নেতৃত্বে কি সেঞ্চুরি করতে পারবেন বিরাট!

Virat KohliSouth Africa CricketIND vs SATeam India

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও