এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে (West Indies Tour) টিম ইন্ডিয়া (Team India)। সিরিজের দিনক্ষণ ঘোষণা করল বিসিসিআই ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২২ জুলাই থেকে তিনটি ওয়ানডে ম্যাচ ও পাঁচটি T20 খেলবে টিম। ৭ অগাস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্ট।
২০১৯ সালে শেষবার ক্যারিবিয়ান সফরে যায় টিম ইন্ডিয়া। সেখানে তিন ফরম্যাটে সব ম্যাচই জেতে ভারতীয় দল। কোনও ম্যাচে হারেনি টিম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২, ২৪ ও ২৭ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ হবে। তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদ ও টোবাকোর কুইন্স পার্ক ওভালে। আর দুটি T20 হবে ফ্লোরিডার ফোর্ট লাউডারহিলে।
আরও পড়ুন: বছরে দু'বার আইপিএল! কেন এই ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী!
১৭ জুলাই ইংল্যান্ড সফর শেষ হবে ভারতের। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে রোহিত ব্রিগেড।