বৃহস্পতিবার হারারেতে শুরু ভারত-জিম্বাবোয়ে ওয়ান ডে সিরিজ। টিমকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। শেষ মুহূর্তে নির্বাচকরা ধাওয়ানের পরিবর্তে রাহুলকে অধিনায়ক ঘোষণা করেন। সহ অধিনায়ক করা হয়। কিন্তু তাতে কোনও ক্ষোভ নেই ধাওয়ানের।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দেন, তরুণদের সাহায্যের জন্য তিনি তৈরি। সব সময় অভিজ্ঞতা ভাগ করে নিতে চান তিনি। আইপিএলের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন কেএল রাহুল। চোটের জন্য দুটি সিরিজে টিমে নেই তিনি। এশিয়া কাপের আগে এটাই শেষ সুযোগ। এই সিরিজে নিজেকে প্রমাণ করতে চান রাহুলও। এশিয়া কাপের পরই অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপ। তার আগে ছন্দে ফিরতে চান তিনিও। বিশ্রামে আছেন অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ান ডে সিরিজে দলকে সিরিজ জিতিয়েছিলেন অধিনায়ক শিখর ধাওয়ান। এবার জিম্বাবোয়ের বিরুদ্ধেও সিরিজ জিতে ফিরতে চান কেএল রাহুল।
এদিকে শেষ মুহূর্তে কাঁধে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। টিমে সুযোগ পেয়েছেন বাংলার রঞ্জি টিম ও আরসিবি টিমের ক্রিকেটার শাহবাজ আহমেদ। সদ্য বাংলাদেশ টিমকে হারিয়েছে জিম্বাবোয়ে। শিখর ধাওয়ানের মতে, জিম্বাবোয়ে সিরিজকে হালকা ভাবে দেখছে না টিম ইন্ডিয়া।