আগামী বছর T20 বিশ্বকাপ। আর সেই T20 বিশ্বকাপের কথা মাথায় রেখে শুরু হচ্ছে সিরিজ। রবিবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ম্যাচের সিরিজের প্রথম T20 খেলবেন সূর্যকুমার যাদবরা।
বিশ্বকাপে চোট পেয়ে দলে নেই হার্দিক পান্ডিয়া। জসপ্রীত বুমরাও টিমের সঙ্গে নেই। বিশ্রামে আছেন রোহিত ও বিরাটও। নেই মহম্মদ শামিও। দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জ নিতে তৈরি ভারতের তরুণ ব্রিগেড। ইশান কিষাণ, রুতুরাজ, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ারের উপর নির্ভর করবে টিম।থাকবেন অধিনায়ক সূর্য নিজে। কে এল রাহুল ও রিঙ্কু সিংকেও ডারবানে পরীক্ষা দিতে হবে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে T20 সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়ে সূর্যকুমারের ভারত। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা টিমে নেই আনরিচ নর্টজে ও লুঙ্গি এনগিদি।