শনিবার থেকে চিন্নাস্বামীতে (Chinnaswamy) দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া (Team India)। দিনরাতের টেস্ট (Day-Night Test), গোলাপি বলে (Pink Ball Test) খেলা। দেশকে প্রথম এই নতুন ফরম্যাটে নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এর আগে তিনবার গোলাপি বলে দিনরাতের টেস্ট খেলেছে ভারত। মোহালিতে প্রথম টেস্টে জয়ের পর চিন্নাস্বামীতেও আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
নতুন ফরম্যাটে খেলা। তাই দ্বিতীয় টেস্টে টিমের প্রথম একাদশ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গোলাপি বলে পেসারের সংখ্যা বাড়ানো হতে পারে। আবার জানা গিয়েছে গোলাপি বলে তিন স্পিনার নিয়েই নামতে পারে টিম ইন্ডিয়া! চিন্নাস্বামীতে সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল (Axar Patel)। আইপিএলে আরসিবির হয়ে খেলেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। দলে আসতে পারেন তিনিও। তবে জয়ন্ত যাদবের টিমে না থাকার সম্ভাবনাই বেশি। ওপেনিংয়ে মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) নাকি শুভমান গিল (Subhmann Gill), তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন: ৫০ শতাংশ নয়, চিন্নাস্বামীর দ্বিতীয় টেস্টে ১০০ শতাংশ ভর্তি থাকবে দর্শকাসন
বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট হওয়ার কথা ছিল এই চিন্নাস্বামীতেই। কিন্তু পরে সূচি বদলে যায়। এদিন দিনরাতের টেস্টে ১০০ শতাংশ দর্শকাসনের অনুমতি দিয়েছে বোর্ড। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের সেঞ্চুরি নেই। চিন্নাস্বামীতে সেই সেঞ্চুরির অপেক্ষায় থাকবে বিরাটের অনুরাগীরা।