T20 বিশ্বকাপে ফের হাইভোল্টেজ ম্যাচ। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। রবিবার রোহিতদের অগ্নিপরীক্ষা। এই ম্যাচ জিতলেই মূল পর্বে পৌঁছে যাবে টিম। পাকিস্তান ও নেদারল্যান্ড ম্যাচের পর সতর্ক টিম ইন্ডিয়া।
পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে জয়। আত্মবিশ্বাস তুঙ্গে টিম ইন্ডিয়ার। দুই ম্যাচেই রান পেয়েছেন বিরাট কোহলি। রানে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে ৫১ রান করে দারুণ পারফরম্যান্স করেছেন সূর্যকুমার যাদবও। টিমের দুশ্চিন্তা এখনও রানে ফেরেননি ওপেনার কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকা ম্যাচে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্সের দিকে নজর থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০৪ রানে ম্যাচ জিতে নিয়েছে প্রোটিয়রা। ৫৬ বলে ১০৪ রান করেছেন রাইলি রুশো। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৮টি ছয়। বাংলাদেশের বোলিং নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন তিনি। রবিবার ম্যাচে তাঁকে নিয়ে আলাদা করে ভাবতে হবে টিম ইন্ডিয়াকে। ৩৮ বলে ৬৩ রান করেন টিমের ওপেনার কুইন্টন ডি-কক। দুর্ধর্ষ ফর্মে আছেন দক্ষিণ আফ্রিকার বোলার এনরিখ নর্টিও। বাংলাদেশের বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। রবিবার তাই সতর্ক থাকতে হবে ভারতীয় ব্যাটারদের।