T20 বিশ্বকাপে সেমিফাইনালে জঘন্য হার। শুক্রবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। টিমে নেই রোহিত, বিরাট ও কে এল রাহুলের মতো তারকা। টিমকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
বিশ্বকাপের পর বিশ্রামে দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অন্য সাপোর্টিং স্টাফরা। দলে প্রশিক্ষণের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ। ২০২০ সালে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে T20 সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে প্রথম টিম হিসেবে দুবারই হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে শেষ ২০টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচে জিতেছে নিউজিল্য়ান্ড। পাকিস্তানের বিরুদ্ধে হেরে T20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় তাঁরা। এবার লড়াই সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।
কোচ ভিভিএস লক্ষ্মণ মনে করছেন, ওয়েলিংটন ব্যাটারদের জন্য স্বর্গ। এখানে গড় রান হতে পারে ১৮০। গত ৯টি ম্যাচে মাত্র ১টি ম্যাচেই হেরেছে ভারত। ২০২১ সালে শেষবার T20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার বিশ্বকাপের পর হার্দিকের টিম ইন্ডিয়াকে হারাতে প্রস্তুত কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।