নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ জয়। এবার বিশ্বকাপে মিতালিদের (Mithali Raj) সামনে শক্তিশালী টিম ইংল্যান্ড। শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কাওর। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে মানসিকভাবে এগিয়ে স্মৃতিরাই।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এবার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের (England)। প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয় তাদের। পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ৩ উইকেটে হারতে হয় ইংল্যান্ডকে। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি মান্ধানা। তাঁর মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: বে-ওভালে সোমবার আরও একটা 'লগান', মিতালীদের প্রতিপক্ষ ইংল্যান্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে স্মৃতি বলেন, "গত সাত-আটমাস ধরে আমরা ভালো ব্যাটিং করছি। হরমনপ্রীত পরপর হাফসেঞ্চুরি করেছেন। আমাদের মিডল অর্ডার অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আমাদের আত্মবিশ্বাস নিয়ে তাই কোনও প্রশ্নই নেই।"
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপে রেকর্ড গড়়েছেন অধিনায়ক মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ককে টপকে সর্বাধিক ম্যাচে টিমকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব নিজের নামে করেছেন তিনি। আইসিসি মেয়েদের বিশ্বকাপে ৪০টি উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েছেন মিতালি রাজও।