বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (Second ODI) নামবে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। এবার লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নামবে রোহিত শর্মা ব্রিগেড। প্রথম ম্যাচে বোলারদের দাপটে দারুণ পারফর্ম করেছে ভারত।
প্রথম ওয়ান ডে ম্যাচে চোট পেয়ে বাদ পড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দ্বিতীয় ম্যাচেও বাদ পড়তে পারেন তিনি। এখনও পর্যন্ত বিরাট সুস্থ হননি। এদিকে প্রথম ম্যাচে বিরাটকে ছাড়াই দারুণ পারফরম্যান্স করেছে টিম। প্রথম ম্যাচে ছয় উইকেট পাওয়ার পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন বুমরা (Jasprit Bumrah)। এদিকে নতুন ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানকে পেরিয়ে তিন নম্বরে উঠেছে ভারত।
আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে চাপমুক্ত থাকতে চান নীরজ চোপড়া
গত ম্যাচে হারার পর লর্ডসে ঘুরে দাঁড়াতে চাইছে ইংল্যান্ড। জোস বাটলারের টিম আগামী ম্যাচে স্কোরবোর্ডে বড় রান তুলতে চায়। গত ম্যাচে জসপ্রিত বুমরার বোলিং লাইন আপে ভেঙে পড়ে টিমের ব্যাটিং লাইন আপ। টপিং অর্ডার সম্পূর্ণ ভেঙে পড়ে। এবার এই ম্যাচে জসপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে খেলার জন্য আরও তৈরি হয়ে নামতে চাইছে ইংল্যান্ড।