শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে জঘন্যভাবে হারতে হয়েছে। মঙ্গলবার বিশ্বকাপে (WWC 2022) মরণ বাঁচন লড়াই টিম ইন্ডিয়ার (Team India)। হ্যামিলটনের সেডন পার্কে মিতালিদের আগামী প্রতিপক্ষ বাংলাদেশ।
বাংলাদেশও (Bangaldesh) শেষ ম্যাচে হেরেছে। গ্রুপ লিগেও পয়েন্ট টেবিলে এখনও চার নম্বরে আছে টিম ইন্ডিয়া। আগামী দুটি ম্যাচ জিতলে এখনও সেমিফাইনালে (Semifinal) উঠতে পারবেন হরমনপ্রীত-রিচা ঘোষরা। প্রথমবার বিশ্বকাপে মেয়েদের টিম পাঠিয়েছে বাংলাদেশ। প্রত্যেকটা ম্যাচে দারুণ লড়াই করেছেন তাঁরা। তাই ভারতের কাছে বাংলাদেশ মোটেও সহজ প্রতিপক্ষ নয়।
আরও পড়ুন: আইপিএলে কী হবে আরসিবির সম্ভাব্য একাদশ, একঝলকে দেখে নিন আরসিবি শিবিরের খুঁটিনাটি
পয়েন্ট টেবিলে পাঁচটি ম্যাচ খেলে ভারতের সংগ্রহে ৪ পয়েন্ট। বাংলাদেশের পয়েন্ট মাত্র ২। কিন্তু ভারতকে হারিয়ে প্রথম চারে ওঠার লক্ষ্যে ঝাঁপাতেই পারে বাংলাদেশ।