India vs Bangaldesh: বাংলাদেশ টেস্টে ভারতীয় দলে তিন পেসার, শুরুতেই উইকেট হারাল ভারত

Updated : Sep 19, 2024 10:58
|
Editorji News Desk

চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিং ভারতের। এদিন টস জেতেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের আকাশ আংশিক মেঘলা। তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ১৯৮২ সালে শেষবার এই মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে জয় পেয়েছে কোনও দল।  ৪২ বছর পর চিপকে টস জিতে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। শুরুতে ধাক্কা খেল ভারতও। হারাল দুটি উইকেট।

এদিকে ভারতীয় দলের প্রথম একাদশে তিন পেসার নিয়ে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা। জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের সঙ্গে রয়েছেন বাংলার আকাশদীপ সিং। এর আগে ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে দিনরাতের টেস্টে শেষবার ঘরের মাঠে তিন পেসার নিয়ে নেমেছিল ভারত। ইংল্যান্ড সিরিজে চতুর্থ টেস্টে বুমরার পরিবর্তে দলে সুযোগ পান আকাশদীপ সিং। রাঁচি টেস্টে অভিষেকেই তিন উইকেট পেয়েছিলেন আকাশদীপ। ফিরিয়েছিলেন জ্যাক ক্রলে, বেন ডাকেট ও অলি পোপকে। 

সম্প্রতি দলীপ ট্রফিতে ইন্ডিয়া এ টিমে দারুণ পারফরম্যান্স করেন আকাশদীপ সিং। ইন্ডিয়া বি- বিরুদ্ধে ৯ উইকেট পান আকাশদীপ সিং। চিন্নাস্বামী স্টেডিয়ামে আকাশদীপ ১১৬ রান দিয়ে ৯ উইকেট সংগ্রহ করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটেও বড় রান করেন আকাশদীপ। ৪২ বলে ৪৩ রান করেন বাংলার ক্রিকেটার। 

বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্টে ভারতীয় দলে ওপেনিংয়ে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল আছেন। তিন নম্বরে সুযোগ পেয়েছেন শুভমান গিল। চারে বিরাট কোহলি, পাঁচে কে এল রাহুল। উইকেটকিপার হিসেবে দলে ঋষভ পন্থ। তিন পেসার হিসেবে দলে খেলবেন বুমরা, সিরাজ, আকাশদীপ। দলে দুই স্পিনার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

TEAM INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও