ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচ ফ্লোরিডায়। কিন্তু আমেরিকান ভিসা পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল টিম ইন্ডিয়ার (Team India)। সেই সমস্যা আপাতত মিটেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ পর্যন্ত ম্যাচ হবে কিনা, বোঝা যাচ্ছিল না। ইএসপিএন ক্রিক-ইনফোর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, তৃতীয় T20 ম্য়াচের পর জর্জটাউনে যাওয়ার কথা ছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ টিমের (India vs West Indies) সদস্যদের। কিন্তু আমেরিকান ভিসায় সমস্যা হওয়ায় তা হয়নি। বৃহস্পতিবার মিয়ামির উদ্দেশে রওনা দেবে দল।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে সপ্তম দিনেও সাফল্য অব্যাহত, লংজাম্পে রুপো জয় মুরালির, পদক নিশ্চিত রোহিতের
প্রথম দুটি T20 ম্যাচে সময়ে খেলা শুরু করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদ থেকে কিট সময়ে এসে না পৌঁছনোর সমস্যায় পড়ে দল। এখনও পর্যন্ত T20 সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। শেষ দুটি T20 ম্যাচই হবে সিরিজের নির্ধারক ম্যাচ।