সচিনের মাঠে দীর্ঘ সময় পর ফিরে বাংলাদেশকে নিয়ে কার্যত ছেলে খেলা করল সূর্য কুমার যাদবের টিম ইন্ডিয়া। রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত জিতল সাত উইকেটে। হাতে রইল ৫০ বল। এদিন প্রথমে ব্যাট করে ১২৭ রান করেছিল বাংলাদেশ। তিন বছর পর ভারতীয় জার্সিতে ফিরে ম্যাচে তিন উইকেট বরুণ চক্রবর্তীর। অভিষেক ম্যাচে ১৪৮ কিলোমিটার গতিবেগে বল করে একটি উইকেট নিলেন ময়াঙ্ক যাদব।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে অভিষেক শর্মার উইকেট বড্ড তাড়াতাড়ি হারায় ভারত। এরপর অধিনায়ক সূর্যর সঙ্গে সঞ্জুর পার্টনারশিপে শেষ হয় বাংলাদেশের জয়ের আশা। বাকিটা ফিনিশ করলেন হার্দিক পান্ডিয়া। ১৬ বলে ৩৯ রান করে অপরাজিত হার্দিক। অভিষেক ম্যাচে নীতীশ রেড্ডির অবদান অপরাজিত ১৬ রান।
পৃথিবীর প্রথম মানব হিসাবে গোয়ালিয়রের এই মাঠে একদিনের ক্রিকেটে ২০০ রানের শিখর ছুঁয়েছিলেন সচিন রমেশ তেন্ডুলকর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই অসাধ্য সাধন করেছিলেন সচিন। সেই মাঠ থেকে সাত উইকেটে জিতে, টেস্টের পর এবার টি-টোয়েন্টিতে সিরিজ শুরু করল ভারত।