ওজন বেশি বলে সরফরাজ খানকে কখনও ডাকা হয় 'গোলুমোলু', কখনও 'পান্ডা'। সেই ভাবমূর্তি পাল্টে ফেলতে কঠোর অনুশীলন শুরু করেছেন তিনি। শুধু কসরত বললে ভুল হবে, বরং বলা ভাল শরীরে এক ফোটাও যাতে মেদ না থাকে তা নিশ্চিত করতে বাড়তি কসরত শুরু করেছেন সরফরাজ। মাত্র ৩০ মিনিটেই দৌড়ে ফেলেন প্রায় পাঁচ কিলোমিটার।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে কয়েক মাস আগেই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান। এরপর আইপিএলের বেশ কয়েকটি দলের প্রস্তাব গেছিল তাঁর কাছে। কিন্তু বারবার প্রশ্ন উঠেছিল তাঁর ফিটনেস নিয়ে।
আগামী ভারত-বাংলাদেশ সিরিজেও তাঁর খুব বিশেষ সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। কারণ ওই দলে রয়েছেন, রোহিত, বিরাট এবং পন্থ। তবে, এই টুর্নামেন্টে সুযোগ পাওয়ার থেকেও বর্তমানে তাঁর পাখির চোখ নিজের ফিটনেস।
সামনেই মুম্বইয়ের হয়ে বুচিবাবু টুর্নামেন্টে খেলবেন ২৬ বছর বয়সি এই তরুণ ক্রিকেটার। তাঁর আগেই নিজেকে তৈরি করছেন সরফরাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি গ্রামের বাড়িতে ফিরে প্রতিদিন সকাল ৪.১৫তে ঘুম থেকে উঠে ৪.৩০টের মধ্যে দৌড়াতে চলে যেতেন।
সরফরাজ বলেন, 'আমার কাছে অফ সিজন বলে কিছুই ছিল না। টানা দৌড়ানোর ফলে মাত্র এক মাসেই আমার ফিটনেস ভাল জায়গায় চলে আসে, এখন ৩০-৩১ মিনিটে আমি পাঁচ কিমি দৌড়ে ফেলি।' তিনি আরও বলেন, দৌড়ানোর পর জিম শুরু করতেন, আর বিকেলে ব্যাটিং অনুশীলন করতেন।