অস্ট্রেলিয়াকে ৪০০ রানের টার্গেট টিম ইন্ডিয়ার। ইন্দোরে জোড়া সেঞ্চুরি। জোড়া হাফসেঞ্চুরি। ১১ মাস পর বিশ্বকাপের আগে সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। কেরিয়ারের ৬ নম্বর সেঞ্চুরি করে অধিনায়ক রোহিতের ভরসা বাড়ালেন শুভমান গিলও। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ৩৯৯।
দুই ব্যাটসম্যান আউট হলেও আক্রমণ থামায়নি ভারত। অধিনায়ক কে এল রাহুলের ব্যাটে এল ৩৮ বলে ৫২ রানের ইনিংস। ইশান কিষাণ করলেন ১৮ বলে ৩১ রান। ৩৭ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন সূর্যকুমার যাদব।অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট পেয়েছেন ক্যামেরুন গ্রিন। একটি করে উইকেট পেয়েছেন জোসে হ্যাজেলউড. সিন অ্যাবট, অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: ইন্দোরে জোড়া শতক, চোট কাটিয়ে বড় ইনিংস শ্রেয়সের, ছয় নম্বর সেঞ্চুরি শুভমানের
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে রুতুরাজ গাইকোয়াড় তাড়াতাড়ি আউট হয়ে ফেরেন। এরপরই শ্রেয়স আইয়ার ও শুভমান গিল বড় পার্টনারশিপ করেন।