সাদা বলের ক্রিকেটে ফের সিরিজ জিতে নিল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে সূর্যের ভারত জিতল ১৫ রানে। সেইসঙ্গে সিরিজও পকেটে পুরে নিল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রান করেছিল ভারত।
MCA স্টেডিয়ামে ব্যাটিং বিক্রম হার্দিক পান্ডিয়া এবং চোট সারিয়ে দলে ফের শিবম দুবের। দু জনেই ৫৩ রান করে আউট হন। ২৬ বলে রিঙ্কুর অবদান ৩০। একসময়ে ১২ রানের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল ভারতের টপ অর্ডার। শূন্য রানে ফিরেছিলেন অধিনায়কও। এই সিরিজে এখনও পর্যন্ত রান নেই স্কাইয়ের ব্যাটে।
যাই হোক বল করতে নেমে ইংল্যান্ডকে ১৬৬ রানে গুটিয়ে দেন এই ম্যাচে অভিষেক হওয়া হর্ষিত রানা ও রবি বিষ্ণোনইরা। ভারতের দুই বোলারই তিনটি করে উইকেট নেন। এই ম্যাচেও সফল বরুণ চক্রবর্তী। যদিও ভারতের থেকে ভাল শুরু করেছিলেন ইংরেজ ব্যাটাররা। ম্যাচের সেরা শিবম দুবে।