গত শনিবার সংসদে বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রস্তাব করেছেন বছরে ১২ লক্ষ টাকা রোজগারের উপর কর ছাড় দেওয়া হবে। অর্থাৎ যে ব্যক্তি মাসে এক লক্ষ টাকা মাসের রোজগার করবেন, তাঁকে কোন টাকা দিতে হবে না।
কিন্তু যুব বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মেয়েদের আয় কত জানেন ?
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বজয় করেছে ভারতের যুবরা। তারপরেই ভারতীয় বোর্ড জানিয়েছে, মেয়েদের এই বিশ্ব জয়ের জন্য পাঁচ কোটি টাকা দেওয়া হবে। বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি জানিয়েছেন, এই জয়ের কোনও তুলনা হয় না। ক্রিকেট বিশ্বকে ভারত যে শাসন করছে তার প্রমাণ মেয়েদের এই জয়।
ভারতের নারী শক্তির ফের একবার উত্থান দেখল গোটা বিশ্ব। ভারতের বিশ্বজয়ের পর এটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে প্রংশসা করেছেন গঙ্গাদি তৃষার। মোদীর দাবি, ভবিষ্যতে এই মেয়ে অনেক দূর যাবে।
১৯ বছরের এই ক্রিকেটার ব্যাট-বল দুটোই করতে পারেন। তেলঙ্গনার এই ক্রিকেটারের বাবা জিম ট্রেনার। কুয়ালামপুরের এই বিশ্বকাপে তৃষার ব্যাট থেকে এসেছে শতরান। ব্যাটে ৩০৯ রানের পাশাপাশি নিয়েছেন সাত উইকেট। বিশ্বকাপের সেরা ক্রিকেটারও তিনি। সাত বছর বয়সে তাঁর ক্রিকেটে হাতেখড়ি।