শনিবার বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপের সূচি ঘোষণার পরই এই ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল পরতে পরতে। কিন্তু ভারত-পাকিস্তান দুই দলের জার্সি পরে কোন ২২ জন ক্রিকেটার মাঠে নামবেন। তা নিয়ে কিন্তু খোলসা করেনি কোনও দলই। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার কারা এই যুদ্ধের সৈনিক হবেন।
ভারতীয় শিবিরে সবথেকে বড় দুশ্চিন্তা শুভমান গিল। ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপ খেলতেই পারেননি তিনি। আহমেদাবাদে নেট প্র্যাকটিস করেছেন। চিকিৎসকরা শেষ মুহূর্তে ফিট সার্টিফিকেট দিলে মাঠে নামতে পারবেন তিনি। তিনি। শনিবার ভারতের পেস আক্রমণ কেমন হবে! জসপ্রীত বুমরার ঘরের মাঠ। তিনি তো থাকবেন। থাকবেন মহম্মদ সিরাজ। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার সঙ্গে আরও দলে কি বাংলার পেসার শামি ফিরবেন! নাকি অশ্বিনেই ভরসা করবে টিম ম্যানেজমেন্ট। তা এখনও জানা যায়নি।
ব্যাটিং লাইন আপ নিয়ে কোনও সন্দেহ নেই ভারতের। শুভমান না থাকলেও টিমে রোহিতের সঙ্গে ওপেন করবেন ইশান কিষাণ। তিনে বিরাট কোহলি, চারে শ্রেয়স আইয়ার। পাঁচ নম্বরে থাকবেন কে এল রাহুল, ছয়ে সূর্যকুমার যাদব।