বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ। মঙ্গলবার ছিল এই পদে নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা লড়াইতে আইসিসি-র সিংহাসনে বসলেন এই ভারতীয়। এমনকী, আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান তিনি। মাত্র ৩৫ বছরে এই দায়িত্ব নিলেন তিনি।
আইসিসির চেয়ারম্যান হয়ে তিনি খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য তিনি ও তাঁর দল কাজ করবে। তাঁরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করা হবে তাঁর কাজ। আইসিসি-র চেয়ারম্যান হয়ে এটাই প্রথম প্রতিক্রিয়া জয় শাহের।
শাহ-পূর্ব সময়ে ভারত থেকে এই পদে প্রতিনিধিত্ব করেছেন জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহররা। ফলে পঞ্চম ভারতীয় হিসাবে আইসিসির চেয়ারম্যান হলেন গুজরাত ক্রিকেট সংস্থায় প্রাক্তন প্রধান। সম্প্রতি আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কিউই গ্রেগ বার্কলে। পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। দৌড়ে এগিয়ে ছিলেন শাহ। তাতেই সিলমোহর পড়ল। আগামী ৬ বছর এই পদে থাকবেন তিনি।