১৩১ বলে ২১০ রান। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে ভারতীয় ক্রিকেটের নতুন রেকর্ড প্লেয়ার ইশান কিষান। তাঁর ডবল সেঞ্চুরি এল ১২৬ বলে। যা একদিনের ক্রিকেটে দ্রুততম। ইশানের ব্যাটেই ভেঙে গেল ক্রিস গেইলের দ্রুততম ডবল সেঞ্চুরি করার রেকর্ড। একইসঙ্গে সচিনের ক্লাবেও এদিন ঢুকে পড়লেন ঝাড়খণ্ডের এই ক্রিকেটার। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ডবল করলেন ইশান।
রোহিত শর্মার বদলে এদিন চট্টগ্রামে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন এই উইকেট-কিপার ব্য়াটার। একদিনের ক্রিকেটে তাঁর শতরান থামল ২১০ রানে। ইনিংস সাজানো থাকল ২৪টি চার ও ১০টি ছয়ে। উল্টোদিকে ইশানের এই কৃতিত্বের সাক্ষী বিরাট কোহলি। ইশানের এদিনের ডবলে তাৎপর্য, যাঁর জায়গায় এদিন তিনি সুযোগ পেয়েছেন, সেই রোহিত শর্মার একদিনের ক্রিকেটে দুটি ডবল রয়েছে।
ইশানের পাশাপাশি শতরান এসেছেন বিরাটের ব্যাটেও। তবে সিরিজ আগেই জিতে গিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম শুধুই নিয়ম রক্ষার।