রাজধানী দিল্লির ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় ক্রিকেটের স্বাধীনতার সংগ্রাম। টপ অর্ডারকে হারিয়েও অজি স্পিনারদের বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন দুই ভারতীয় ব্যাটার অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রণ অশ্বিন। ২০০ রান পেরিয়ে ক্রমশ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। নাগপুরের পর দিল্লিতেও হাফ সেঞ্চুরি করলেন অক্ষর প্যাটেল।
এর আগে, বিরাট কোহলির আউট (Virat Kohli Out Controversey) নিয়ে বিতর্ক। কোটলার মাঠে প্রথম ইনিংসে আউট হন বিরাট। সঙ্গে সঙ্গে রিভিউ নেন। কিন্তু রিভিউতেও (DRS System) স্পষ্ট হয়নি আউট কিনা। মাঠের আম্পায়ার আউট দেওয়ার সিদ্ধান্তই কার্যকর থাকে। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরাট।
বল যখন কুনেম্যানের প্যাডে লাগে, সেই জায়গায় ব্যাটও ছিল। বল আগে ব্যাটে লাগলে, এলবিডব্লিউ হতেন না বিরাট। তৃতীয় আম্পায়ার নিশ্চিত না হতে পেরেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত কার্যকর রাখা হয়। ড্রেসিংরুমে ফিরেও ক্ষুব্ধ বিরাট।