থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত। কেরিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন স্মৃতি মান্ধানা।
এদিন ম্যাচে মাত্র ৩৮ রানের টার্গেট ছিল টিম ইন্ডিয়ার। ৩৭ রান শেষ হয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ভারতীয় বোলার স্নেহ রানা।
আরও পড়ুন: ক্লাব কেরিয়ারে ৭০০ গোল, রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
অল্প রান তাড়া করতে নেমেও উইকেট খোয়ান ভারতের ওপেনার শেফালি ভার্মা। মাত্র ৬ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। আগামী ১৩ অক্টোবর সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে জিতলে ফাইনালে কোয়ালিফাই করবেন স্মৃতিরা।