T20 বিশ্বকাপে (T20WC 2022) ভারত-পাকিস্তান ম্যাচ (India-Pakistan Match)। তাও আবার T20 বিশ্বকাপের মতো মেগা-ইভেন্টে। উন্মাদনা তো থাকবেই। কিন্তু তা বলে মাত্র পাঁচ ঘণ্টা! আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। মাত্র পাঁচ ঘণ্টায় এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
চলতি বছর T20 বিশ্বকাপের (T20 World Cup 2022) আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায় (Australia)। মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। সোমবার সকাল সাড়ে ছটায় এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু এগারোটার মধ্যে এই ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায়। তবে যারা টিকিট চেয়েও কিনতে পারেননি, তাদের জন্য থাকছে আশার আলো। তাঁরা নিজেদের নাম উইশ লিস্টে (Wish List) নথিভুক্ত করতে পারেন। যদি কেউ নিজের নাম বাতিল করে দেন, তবে উইশ লিস্টে থাকা ব্যক্তিরা সেই টিকিট পাবেন।
আরও পড়ুন: রোহিত শর্মার সঙ্গে অধিনায়ক ধোনির সঙ্গে তুলনা করলেন সুনীল গাভাসকর
সোমবার T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ৬০ হাজার টিকিট ছাড়া হয়েছিল। মাত্র পাঁচ ঘণ্টায় সব টিকিট বিক্রি হয়ে যায়।